Sunday, February 27, 2022

পুতুলখেলা

 

ছোটবেলায় পুতুল খেলেনি এমন মানুষ বোধহয় নেই তা সে পুরুষ মহিলা যেই হোক, কেউ কম কেউ বেশী। পুতুলখেলা জীবনের এক অনন্য শিক্ষা যা আমাদের এক রূপকথার জগতের সাথে পরিচয় করায় যেখানে সবাই সবাইকে ভালোবাসে, সকলে মিলেমিশে থাকে। পুতুলখেলা মানুষকে স্বপ্ন দেখতে শেখায় তা সে ছোটবেলা হোক বা বড়োবেলা।

বর্তমানে মানুষ যে জীবনযাপন করছে তাও তো একপ্রকার পুতুলখেলাই। কদিনের অতিথি মাত্র এখানে; থাকছি, খেলছি, শিখছি, কাজে লাগাচ্ছি এবং সব শেষে সব কিছু ছেড়ে চলে যাচ্ছি। কোনো কিছু নিয়েও আসিনি, আর কোনো কিছু নিয়েও যাবো না। গীতায় নিষ্কাম কর্মের কথা এইজন্যই বোধহয় বলা হয়েছে। এই দ্বন্দ্ব, হিংসা, দ্বেষ সব এক কঠিন বাস্তব জীবনের অঙ্গ যার অন্তিমে কোনো মূল্যই থাকে না। এও এক পুতুলখেলা যেখানে বিভিন্ন চরিত্র তাদের জন্য নির্দিষ্ট রূপ, ভাব ও কাজের চরিত্রায়ন করে যাচ্ছে। জীবনের চড়াই উৎরাই এর সাথে সামঞ্জস্য রেখে পুতুল খেলছে বা কখনো নিজেরাই অন্যের হাতে পুতুল হয়ে যাচ্ছে। আবার কখনো অন্যকে পুতুল হতে দেখে জীবনের শিক্ষা নিচ্ছে। তাই পুতুলখেলা এক অভিনব শিক্ষা। 

ছোট, বড়, সাদা, কালো, রঙিন হরেক রকম পুতুলের মতো মানুষের বিভিন্নতাও আমরা দেখতে পাই। যেরকম কোনো পুতুল বেশী পছন্দের, কোনটা কম সেরকম কোনো মানুষ খুব প্রিয় কেউ বা কম। ছোটবেলার পুতুলখেলা আমাদের বাস্তব জীবনের প্রথম পদক্ষেপের প্রাথমিক শিক্ষাটা দেয়। পুতুলখেলা হল বাস্তবের কঠিনতা কল্পনার মোড়কে পরিবেশিত হওয়া এক সুন্দর রূপকথা। এই রূপকথায় সবাই ভালো, সুন্দর, উপকারী এবং অনন্য। শৈশব থেকে এই পজিটিভ চিন্তা ভাবনায় শিশুদের তৈরী করার কারণ হয়তো তাদের মনে এই বিশ্বাসটা জাগানো যে এই পৃথিবীটা খুব সুন্দর। তাই এখানে বসবাসকারী সমস্ত প্রাণও সুন্দর।  প্রথমেই যদি তাদের বাস্তবের কঠিনতা বা রূঢ়তা দেখিয়ে দেওয়া হয় তাহলে হয়তো তারা ভয় পেয়ে পিছিয়ে যেতে পারে। হয়তো আর এগোতে নাও চাইতে পারে। তাই তাদের সেই ভীতি থেকে দূরে রেখে ধীরে ধীরে বাস্তবের কঠিনতার সাথে পরিচয় করাতে এই পুতুলখেলা যেখানে তারা শেখে জীবনে সমস্যা আসবে কিন্তু সেটা আবার চলেও যাবে। সবই ক্ষণস্থায়ী, চিরস্থায়ী কেউ নয়। গভীর ভাবে অন্তরদৃষ্টি দিয়ে দেখলে বলা যায় আমরা সবাই পুতুল আর এক ঐশ্বরিক শক্তি আমাদের নিয়ে পুতুল খেলছে। তাই তো কবি নজরুল ইসলাম লিখেছেন,

"খেলিছ, এ বিশ্বলয়ে

বিরাট শিশু আনমনে,

খেলিছ, এ বিশ্বলয়ে

বিরাট শিশু আনমনে,

খেলিছ.....

প্রলয়সৃষ্টি তব পুতুলখেলা

নিরজনে প্রভু নিরজনে..."


ঋতুপর্ণা বসাক

শ্রোতা ও বক্তা

  শ্রোতা ও বক্তা শব্দ দুটো নিজেরাই নামের মধ্যে নিজেদের চারিত্রিক গুণাবলী বর্ণনা করে দেয়। একজন বলে একজন শোনে। যে বলে সে বক্তা, আর যে শোনে সে ...

Popular Posts