Thursday, May 23, 2024

আলো আঁধারির খেলা

         


সারা জগৎ জুড়ে আলো আঁধারির খেলা চলছে। কখনও কোথাও আলো আবার কখনও কোথাও অন্ধকার এর মধ্যে দিয়েই জীবন চলছে। আলো মানেই সব ভালো উজ্জ্বল আর আঁধার মানেই সব খারাপ কালো এটাই প্রথমে মনে আসে; কিন্তু বাস্তব চিত্রটা অনেক সময় অন্য রকমও হয়। অন্ধকারে পথ হারিয়ে গেলে যেমন আলোর খোঁজ করি ঠিক তেমন আলোতে চোখ ঝলসে গেলে অন্ধকারের খোঁজ করি। উজ্জ্বলতার জন্য যেমন সূর্যের অপেক্ষা করি তেমন স্নিগ্ধতার জন্য চাঁদেরও অপেক্ষা করি। জীবনে দরকার তো দুজনেরই আছে।

আলো আঁধার একে অপরের পরিপূরক। আঁধার না থাকলে যেমন আলোর উজ্জ্বলতা বুঝতাম না ঠিক তেমনি আলো না থাকলে অন্ধকারের স্নিগ্ধতাও বোঝা যেত না। তাই এরা একজন আরেকজনের গুরুত্ব বোঝায়। দিনের বেলা আকাশে যেমন রোদ ঝলমল করে তেমনি সন্ধ্যে বেলায় আঁধার ঠিক নামে। কখনও হয়তো আলো অনেক দীর্ঘ হয় তো কখনও আঁধার। একদিকে যেমন অন্ধকারে দিশাহীন ভাবে ঘোরার পর কোন আলো যখন পথের সন্ধান দেয়, নতুন উদ্দমতা আনে তখন তার প্রকৃত গুরুত্ব বোঝা যায়; অন্যদিকে ঠিক তেমনি অনেকক্ষণ আলোতে থাকার পর  আমাদের ক্লান্ত শ্রান্ত দেহ মন অন্ধকারেই স্নিগ্ধতা স্থিরতা অনুভব করতে পারে যা এক প্রশান্তি বয়ে আনে। আলো আঁধার একসাথে প্রকৃতির ভারসাম্য রক্ষা করে।

আমাদের প্রত্যেকের মনে আলো আঁধার দুইই উপস্থিত রয়েছে। গুরুত্বপূর্ণ বিষয় হল আমরা কিভাবে তার ব্যবহার করছি যা সম্পূর্ণ নির্ভর করে পরিবেশ, পরিস্থিতি ও মনোবৃত্তির ওপর। আর এই আলো আঁধারের ব্যবহারই একজন মানুষের প্রকৃত পরিচয় বুঝিয়ে দেয়। কেউ হয়তো সামান্য আলো দিয়েই অনেকটা অন্ধকার দূর করে ফেলে, আবার কারও মনে এতো আঁধার যে বাইরের এতো আলোও সেখানে কোন প্রভাব ফেলে না। চারপাশের এতো আলো সত্ত্বেও মানুষের মনের অন্ধকার দূর করতে হলে নিজেদেরই উদ্যোগ নিতে হবে। তার জন্য বাইরের আলো নয়, ভেতরের আলো জ্বালাতে হবে। চারপাশের আঁধারের মধ্যে কেউ যদি আলো হয়ে পথের কান্ডারী হয় তবে বুঝতে হবে তার ভেতরের আলো প্রজ্জ্বলিত হয়েছে।

দিনের বেলা সব দেখার জন্য যেমন আলো অপরিহার্য ঠিক তেমন রাতের বেলা চাঁদের জ্যোৎস্না, তারাদের উজ্জ্বলতা বোঝার জন্য আঁধার অপরিহার্য। আকাশের গায়ে রামধনু দেখার জন্য যেমন দিনের আলো অপরিহার্য তেমনি আকাশের বুকে তারাদের মেলা দেখার জন্য অন্ধকার অনিবার্য। সূর্য ছাড়া যেমন দিন অসম্ভব তেমনি চাঁদ ব্যতীত অন্ধকার কল্পনাতীত। চাঁদের উজ্জ্বলতা, তার বৈশিষ্ট্যতা, তারাদের স্থান, তাদের নকশা, বোঝার জন্য আঁধারই একমাত্র উপায়। মোমবাতির বা প্রদীপের আলোর মাহাত্ব বুঝতে হলে তাকে অন্ধকারেই জ্বালাতে হবে। পুজোর সময় বিভিন্ন আলোর খেলা দেখার জন্য সবাই রাতেই ঠাকুর দেখতে পছন্দ করে। দিনের তো রাতেরও যে নিজস্ব একটা সৌন্দর্য আছে তারও যে বিশেষত্ব আছে। আলোর এতো কদর কিন্তু অন্ধকারের জন্যই। তাই অন্ধকারকেও ভালোবাসতে হয় আর নিজের আলোয় সবার জীবন আলোকিত করার চেষ্টা করতে হয়।

আলো আঁধার একে অপরের বিনা অসম্পূর্ণ, দুজনে মিলে একে অপরকে পূর্ণ করে। একজনের উপস্থিতিতেই আরেকজনের প্রাধান্য প্রকাশ পায়। আলোর সাথে আলো থাকলে বা আঁধারের সাথে আঁধার থাকলে কিছুই পাওয়া যাবে না। আলো আঁধারের বৈপরীত্য একে অপরকে একে অপরের গুরুত্ব বোঝায়, তাদের অস্তিত্বের উদ্দেশ্য চেনায়।

Let the Light follow the Darkness.

Let the Darkness coexist with the Light.

To be Whole and One, we need both Dark and Light.


ঋতুপর্ণা বসাক

Sunday, May 5, 2024

দূরের যাত্রী

 



জীবনের যাত্রা পথে আমরা বিভিন্ন যাত্রীর সঙ্গে পরিচিত হই। কেউ ক্ষনিকের জন্য, কেউ মাঝামাঝি, আবার কেউ দীর্ঘ পথের সহযাত্রী হয়। নিয়তি কখন কবে ভিন্ন ভিন্ন অচেনা পথের যাত্রীদের কোন অজানা মোড়ে মিলিয়ে দেয় কেউ জানে নাআবার সে কখন কোন মোড়ে কাদের আলাদা করে দেয় কেউ বলতে পারে না। তখন তার সঙ্গে কাটানো স্মৃতিটুকুই বাকি পথের সম্বল হয়ে রয়ে যায়।

জীবনের যাত্রাগুলো একেকটা গল্পের মতো। যারা এই জীবনের যাত্রা ছেড়ে অন্য জীবনের পথে পা বাড়ায় সেক্ষেত্রে যাত্রাগুলো হঠাৎই যেন থেমে যায়, গল্পগুলো যেন হঠাৎ করে অসমাপ্ত রয়ে যায়। পরিসমাপ্তিটা যেখানে আনন্দদায়ক হতে পারতো সেটা এক করুণ পরিণতি পায়। গল্পটা যেখানে আমাদের হতে পারতো সেখানে নিয়তির নিষ্ঠুর পরিহাসে শুধু আমার হয়ে রয়ে যায়

এই জীবনের যাত্রাপথে হঠাৎ ছেড়ে যাওয়া সেই প্রিয়জন বা যাত্রীর স্মৃতিগুলো সময়ের সঙ্গে সঙ্গে আরও বেদনাদায়ক হয়ে ওঠে। তার ব্যবহৃত সব পার্থিব বস্তুগুলো বর্তমান অথচ সেই মানুষটা অপার্থিব হয়ে গেছে। কিছু বিশেষ দিনে কষ্টটা যেন আরও বেশী করে অনুভূত হয়। সেই বিশেষ দিনের বিশেষ বিশেষ মুহূর্তগুলো প্রতিক্ষণে তার অনুপস্থিতির জানান দেয়। তখন মনে হয় ছুটে তার কাছে চলে যাই। আবার কখনও মনে হয় কোন এক জাদুবলে যদি সে ফিরে আসে। কোথাও অসম্ভব জেনেও আমরা যেন তার অপেক্ষা করি। 

বাস্তবিক যাত্রার মাঝপথে ছেড়ে যাওয়া সেই যাত্রীর অপেক্ষা করে সত্যিই তো কোন লাভ হয় না। যার পথ চেয়ে বসে থাকা সেই পথিকের তো পথ বদলে গেছে, সে তখন এক নতুন পথের যাত্রী  তাই তার আশা করা মানে নিজেকে বোকা বানানো আর কষ্ট দেওয়া। আর আমরা সেই যাত্রায় তো ভাগও নিতে পারবো না কারণ দুই যাত্রা দুটো ভিন্ন জগতের যাদের মাঝখানে কোন সেতুবন্ধন নেই

দূরের সেই যাত্রীর সঙ্গে তখনই মিলিত হতে পারবো যখন আমরা সেখানে পৌঁছাবো। তার আগে সে তো আমাদের ধরা ছোঁয়ার বাইরে। কোন মোবাইল, টেলিফোন, চিঠি, ইন্টারনেট কিছুই কাজে আসে না। তাদের সঙ্গে জড়িত স্মৃতিগুলো কিছুতেই পিছু ছাড়ে না। মনের মনিকোঠায় জমিয়ে রাখা সেই স্মৃতিগুলো নিয়েই বেঁচে থাকার চেষ্টা করি, শূন্যস্থানটাকে অনুভব করে জীবনে চলতে চেষ্টা করি। সময়ের সঙ্গে সঙ্গে সেই শূন্যস্থান পূরণ তো হয়ই না বরং আরও বেশী করে অনুভূত হয়। 

কেউ চলে গেলে সবাই বলে RIP - "Rest in Peace" মানে "শান্তিতে বিশ্রাম নাও"।

কিন্তু Dr. A P J Abdul Kalam এর উক্তিতে...

RIP হল "Return if Possibleযার অর্থ হল "যদি সম্ভব হয় ফিরে এসো"


ঋতুপর্ণা বসাক

শ্রোতা ও বক্তা

  শ্রোতা ও বক্তা শব্দ দুটো নিজেরাই নামের মধ্যে নিজেদের চারিত্রিক গুণাবলী বর্ণনা করে দেয়। একজন বলে একজন শোনে। যে বলে সে বক্তা, আর যে শোনে সে ...

Popular Posts