Saturday, September 11, 2021

ওহে জীবন!!!

জীবন এক বিস্ময়। সে সুখ দুঃখ সবাই কে নিয়ে বেশ আছে। প্রতি মুহূর্তে সে নতুন নতুন শিক্ষা নিচ্ছে এবং দিচ্ছে। তাকে সন্তুষ্ট করার জন্য জীব অনন্ত প্রয়াস চালিয়ে যাচ্ছে। এই প্রয়াস চালাতে গিয়ে মানুষ প্রয়োজন আর চাহিদা দুটো গুলিয়ে ফেলেছে। একজনের কাছে যেটা চাহিদা অন্যের কাছে সেটাই প্রয়োজন। এই দুটোর মধ্যে পার্থক্য যেই মুহূর্তে মানুষ বুঝতে পারবে সেদিন জীবন তার কাছে অনেক বেশি অর্থবহ হয়েছে উঠবে এবং সন্তুষ্টি পাওয়া টাও সহজ হবে।

জীবনে সহজ থাকা খুব সোজা কিন্তু সোজা থাকা খুব কঠিন।এই সোজা থাকতে গিয়েই অনেক  মানুষ কে কঠিন সংগ্রাম করতে হয় যা খুব একটা সহজ ব্যাপার নয়। একজনের কাছে একটার জন্য অনেক বিকল্প আসছে, ঠিক সেই সময় আর একজন একটা সুযোগ পেতেই প্রতিনিয়ত লড়াই চালিয়ে যাচ্ছে । জীবন একদিকে যেমন কঠিন বাস্তব ঠিক অন্যদিকে তেমন সুন্দর অনুভূতি।

জীবন একই সময়ে বিভিন্ন চিত্র দর্শন করায়। আকাশে প্লেন যেতে দেখে একজন ভাবে সে যদি ওই প্লেনে যেতে পারত কত আনন্দ হত। আর ঠিক তখনি সেই প্লেনের পাইলট ভাবছে সে যদি নীচে থাকতো তবে তার বাড়ীর লোকের সাথে সময় কাটাতে পারতো। নীচের মানুষ ভাবছে পাইলটের কি আনন্দ, সে বিভিন্ন দেশ ঘুরছে। আর পাইলট ভাবছে নীচের মানুষ কত সুখে আছে, রোজ বাড়ীর লোককে দেখতে পাচ্ছে। 

জীবনের এই বৈচিত্রময় চিত্র বর্ণনা করতে গিয়ে কবিগুরুর কবিতা মনে পরে গেলো...

"ও পারেতে বৃষ্টি এলো ঝাঁপসা গাছপালা।

এ পারেতে মেঘের মাথায় একশো মানিক জ্বালা।।"


ঋতুপর্ণা বসাক

১১/০৯/২১


7 comments:

  1. Such a beautiful understanding & depiction of Life,so thought provoking & it creates a very lively picture in the mind's eyes.

    ReplyDelete
    Replies
    1. NODIR EPAR KOHE CHARIA NISWAS, O PAAR E TE SOKOL SUKH AMAR BISAS.- jibon dordson sotty dui er milon. Amader kaaj dui extreme er majhe thaka.
      Tor lekha gulo porey amar mone hoi tui ekjon prokrito or the darshonik. Nahole eiivabe jibon ke OHE JIIBON bola o khub sokto. Apurbo. Aro sommridho kor tor lekhonir madhom e

      Delete
  2. Such a deep insight can only come from a really creative minded person & one who has learnt many lessons from the practical experiences,various hurdles,ups & downs of Life along with the intense longing of making Life worth living.This blog really nailed me & left a totally deep impression in my mind Maam.Keep writing more thought provoking & deep,intense blogs like this Maam.All the best.

    ReplyDelete
  3. সোজা থাকা খুব কঠিন। কি সুন্দর শব্দ চয়ন।

    ReplyDelete

শ্রোতা ও বক্তা

  শ্রোতা ও বক্তা শব্দ দুটো নিজেরাই নামের মধ্যে নিজেদের চারিত্রিক গুণাবলী বর্ণনা করে দেয়। একজন বলে একজন শোনে। যে বলে সে বক্তা, আর যে শোনে সে ...

Popular Posts