একটা নতুন বছরের আগমনের সঙ্গে একটা পুরোনো বছরের বিদায় অবশ্যম্ভাবী। এক নতুনের আবির্ভাব আর এক পুরোনোর সমাপ্তি ঘটে। নতুন বর্ষের পদক্ষেপের সঙ্গে সঙ্গেই পুরাতন বর্ষের পরপারের বিদায়ের ঘন্টা বেজে যায়। পুরাতন বর্ষ বিদায়ের সময় নতুনকে তার শুভেচ্ছা জানিয়ে যায় যাতে সে পুরাতনের সব দোষ, ভুল, অন্ধকার নাশ করে এক নতুন আলো নিয়ে আসে।
নতুন বছর আগমনের বার্তা মানেই বিগত সারা বছরের হাসি কান্না পুঁটলি বেঁধে সুখ দুঃখের পুঁজি সঙ্গে নিয়ে বৃদ্ধ বছর উধাও হয়ে যায়; যাকে চাইলেও আর ফিরিয়ে আনা যায় না। সে শুধু আমাদের স্মৃতির মনপল্লীর কোন এক কুঠুরিতে থেকে যায়। হয়তো মাঝে মাঝে সেগুলোকে মনে করে কখনও খুশি হই বা কখনও কষ্ট পাই। সেই সব অভিজ্ঞতার ভালো খারাপ বিচার বিশ্লেষণ করে জীবনের পথে কাজে লাগাই কিন্তু সেই পুরোনো বছরকে আর কোনভাবেই ফিরিয়ে আনতে পারি না।
পুরোনো বছরের বিদায়ের সঙ্গে সঙ্গেই নতুন বছর দ্বারে এসে দাঁড়ায়, তাকে স্বাগত জানানোর আহ্বান জানায়। মুখের হাসি আর বুকভরা ভালোবাসা দিয়ে আমরা নতুন বছরকে স্বাগত জানাই। তাকে নিয়ে অনেক নতুন স্বপ্ন সাজাই। যা গত বছরে করা হয়নি সেটা নতুন বছরে কার্যকর করার যথাসম্ভব প্রয়াসে তৎপর হয়ে উঠি। পুরোনো বছরের রোগ, অসুখ সারিয়ে নতুন বছরে সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠার আপ্রাণ চেষ্টা করে যাই। নববর্ষ মানেই অনেক স্বপ্ন অনেক আশা, নতুন করে ভালোবাসা।
নতুন পুরোনো কেউই আলাদা নয়, সবাই জীবনের অংশ। আজ যা নতুন কাল তা পুরোনো হয়ে যাবে। দিন, মাস, বছর সবাই কালের নিয়মে এগিয়ে যায়। নববর্ষ যেমন নতুন বার্তা নিয়ে আসে পুরাতন বর্ষও অনেক বার্তা দিয়ে যায়। পুরোনো বছর থেকে শিক্ষা নিয়ে নতুন বছরে কাজে লাগানোই আসল উদ্দেশ্য হওয়া দরকার।
পুরোনো যায় নতুন আসে
এগিয়ে চলে বছর
সুখ দুঃখ, কান্না হাসির
অভিজ্ঞতা বাড়ে জীবনভর।
ঋতুপর্ণা বসাক
🌅🌈🪷Shubho noboborsho Maam.Notun bochor apnar khoob anonde r shantite katuk.Khoob bhalo thakben,sushtho thakben r amar pronam neben🙏🙏🙏
ReplyDeletethank you 🙏. tumio khub bhalo thako.
DeleteDarun ❤️❤️❤️
ReplyDelete🙏
DeleteShubho noboborsho Maam.Notun bochor khoob anonde katuk.🌅🌈
ReplyDelete🙏❤️
Delete