জীবনের যাত্রা পথে আমরা বিভিন্ন যাত্রীর সঙ্গে পরিচিত হই। কেউ ক্ষনিকের জন্য, কেউ মাঝামাঝি, আবার কেউ দীর্ঘ পথের সহযাত্রী হয়। নিয়তি কখন কবে ভিন্ন ভিন্ন অচেনা পথের যাত্রীদের কোন অজানা মোড়ে মিলিয়ে দেয় কেউ জানে না। আবার সে কখন কোন মোড়ে কাদের আলাদা করে দেয় কেউ বলতে পারে না। তখন তার সঙ্গে কাটানো স্মৃতিটুকুই বাকি পথের সম্বল হয়ে রয়ে যায়।
জীবনের যাত্রাগুলো একেকটা গল্পের মতো। যারা এই জীবনের যাত্রা ছেড়ে অন্য জীবনের পথে পা বাড়ায় সেক্ষেত্রে যাত্রাগুলো হঠাৎই যেন থেমে যায়, গল্পগুলো যেন হঠাৎ করে অসমাপ্ত রয়ে যায়। পরিসমাপ্তিটা যেখানে আনন্দদায়ক হতে পারতো সেটা এক করুণ পরিণতি পায়। গল্পটা যেখানে আমাদের হতে পারতো সেখানে নিয়তির নিষ্ঠুর পরিহাসে শুধু আমার হয়ে রয়ে যায়।
এই জীবনের যাত্রাপথে হঠাৎ ছেড়ে যাওয়া সেই প্রিয়জন বা যাত্রীর স্মৃতিগুলো সময়ের সঙ্গে সঙ্গে আরও বেদনাদায়ক হয়ে ওঠে। তার ব্যবহৃত সব পার্থিব বস্তুগুলো বর্তমান অথচ সেই মানুষটা অপার্থিব হয়ে গেছে। কিছু বিশেষ দিনে কষ্টটা যেন আরও বেশী করে অনুভূত হয়। সেই বিশেষ দিনের বিশেষ বিশেষ মুহূর্তগুলো প্রতিক্ষণে তার অনুপস্থিতির জানান দেয়। তখন মনে হয় ছুটে তার কাছে চলে যাই। আবার কখনও মনে হয় কোন এক জাদুবলে যদি সে ফিরে আসে। কোথাও অসম্ভব জেনেও আমরা যেন তার অপেক্ষা করি।
বাস্তবিক যাত্রার মাঝপথে ছেড়ে যাওয়া সেই যাত্রীর অপেক্ষা করে সত্যিই তো কোন লাভ হয় না। যার পথ চেয়ে বসে থাকা সেই পথিকের তো পথ বদলে গেছে, সে তখন এক নতুন পথের যাত্রী । তাই তার আশা করা মানে নিজেকে বোকা বানানো আর কষ্ট দেওয়া। আর আমরা সেই যাত্রায় তো ভাগও নিতে পারবো না কারণ দুই যাত্রা দুটো ভিন্ন জগতের যাদের মাঝখানে কোন সেতুবন্ধন নেই।
দূরের সেই যাত্রীর সঙ্গে তখনই মিলিত হতে পারবো যখন আমরা সেখানে পৌঁছাবো। তার আগে সে তো আমাদের ধরা ছোঁয়ার বাইরে। কোন মোবাইল, টেলিফোন, চিঠি, ইন্টারনেট কিছুই কাজে আসে না। তাদের সঙ্গে জড়িত স্মৃতিগুলো কিছুতেই পিছু ছাড়ে না। মনের মনিকোঠায় জমিয়ে রাখা সেই স্মৃতিগুলো নিয়েই বেঁচে থাকার চেষ্টা করি, শূন্যস্থানটাকে অনুভব করে জীবনে চলতে চেষ্টা করি। সময়ের সঙ্গে সঙ্গে সেই শূন্যস্থান পূরণ তো হয়ই না বরং আরও বেশী করে অনুভূত হয়।
কেউ চলে গেলে সবাই বলে RIP - "Rest in Peace" মানে "শান্তিতে বিশ্রাম নাও"।
কিন্তু Dr. A P J Abdul Kalam এর উক্তিতে...
RIP হল "Return if Possible" যার অর্থ হল "যদি সম্ভব হয় ফিরে এসো"।
ঋতুপর্ণা বসাক
🙏🙏🙏🙏👏👏👏👏
ReplyDelete🙏😊
Deleteখুব সুন্দর ভাবে প্রকাশিত 🌼
ReplyDelete🙏😊
DeleteProtita kotha ma'am mon chuye gelo. Amra protteke karor na karor ferar opekkha korchi 🍂
ReplyDeletetrue😊
Delete