অনুভূতি আমাদের প্রত্যেকের মধ্যে স্বমহিমায় বিরাজমান কিন্তু তার প্রকাশিত হওয়া আমাদের দক্ষতার ওপর নির্ভরশীল যা ব্যক্তিবিশেষে পরিবর্তিত হয়। এটা যদি একটা শিল্প হয় তবে সবার শৈল্পিক সত্ত্বাটা অবশ্যই আলাদা আলাদা হয়, কারও কম কারও বেশী। একেকজন একেকভাবে অনুভূতির প্রকাশ করে, কেউ গল্পে কেউ কথায়, কেউ মুখের হাসিতে কেউ চোখের জলে, কেউ শব্দে তো কেউ নিঃশব্দে। অনুভূতি কখনও মরে না, সুপ্ত হয়ে চাপা পড়ে থাকে। তবে প্রয়োজনে আবার ডানাও মেলে ধরে।
সবকিছুর সঙ্গেই তা সে ব্যক্তি হোক বা বস্তু আমাদের কিছু না কিছু অনুভূতি জড়িয়ে থাকে। কোনকিছুর প্রতি বা কারও ওপর কোন এক অজানা টান থেকে এক সুপ্ত অনুভূতির সৃষ্টি হয়। ধীরে ধীরে সেই অনুভূতির প্রকৃতির উপলব্ধি হয় যে সেটা দুঃখের না আনন্দের। তারপর সেই অনুভূতির গভীরতার উপলব্ধি হয় যে সেই অনুভূতির সঙ্গে আমরা কতটা ঘনিষ্ঠভাবে জড়িত। কখনও কখনও হয়তো সময় খুব স্বল্প হয় কিন্তু অনুভূতির গভীরতা সেই ক্ষণকালকে অনন্তকালে পরিণত করে। বলাবাহুল্য, সময় দিয়ে কখনই অনুভূতির গভীরতা পরিমাপ করা যায় না।
জীবনে ভালো খারাপ সবরকম অনুভূতিরই অভিজ্ঞতা থাকা ভালো কারণ কোন অনুভূতি না থাকলে বা এক রকমের অনুভূতি থাকলে জীবনটা বড্ড একঘেয়ে হয়ে যেত, রোমাঞ্চকর বা রহস্যময় লাগতো না। কখনও কখনও কোন বিশেষ মুহূর্তে সৃষ্ট কোন বিশেষ অনুভূতির উপলব্ধিগুলোকে যদি জাদুঘরে সংরক্ষণ করা যেত তবে অনুভূতির এক আশ্চর্য প্রদর্শনী হতে পারতো যা অনুভূতির উপলব্ধিতে অনেক সাহায্য করতো।
অনুভূতি গভীরতার উপলব্ধির পরেই চলে আসে তার প্রকাশ। অনেকসময় পরিস্থিতি এমন হয় যে অনুভূতির উপলব্ধি হওয়া সত্ত্বেও তাকে প্রকাশ করা জটিল হয়ে দাঁড়ায়। পরিবেশ, পরিস্থিতি, ব্যক্তি হয়তো কোন না কোন ভাবে এর কারণ হয়ে দাঁড়ায় যাকে কাটানো দুষ্কর হয়ে যায়। আবার অনেকসময় অনুভূতির প্রকাশ জীবনে এক বিরাট পরিবর্তন নিয়ে আসে যা জীবনের মোড় ঘুরিয়ে দেয়। যেখানে কিছু না বলেও অনুভূতির প্রকাশ পাওয়া যায় সেখানে আর কোন শব্দের প্রয়োজন পড়ে না। সব সময় দীর্ঘ বাক্য রচনা করে অনুভূতির প্রকাশ করতে হবে এমন কোন কথা নেই। দীর্ঘ বক্তব্য ছাড়াও এক শব্দে নিজের অনুভূতি বোঝানো যায় যদি সেই শব্দে আবেগ মিশ্রিত থাকে আর সামনের জন তা অনুধাবন করতে সমর্থ হয়।
অনেকসময় বলার মতো হয়তো অনেক কথাই থাকে, প্রকাশ করার মতো অনেক অনুভূতিই থেকে যায়, রয়ে যায় অনেক স্বীকারোক্তিও; কিন্তু নীরবতা আপন ভাষায় সবটা ব্যক্ত করে দেয়। কিছু কিছু সময় কিছু অনুভূতি হয় যাদের গভীরতা বর্ণনা করার জন্য প্রচলিত সব শব্দই অনুপযুক্ত হয়। আবার কিছু সময় হয়তো সব অনুভূতি আলাদা করে কথায় প্রকাশ করার দরকার পড়ে না। কিছু অব্যক্ত কথা নিবিড় ভাবে কিছু গভীর অনুভূতিকে ব্যক্ত করার ক্ষমতা দেখিয়ে দেয়। কখনও কখনও হাজারো শব্দের সমষ্টি নয়, অনুভূতির বহিঃপ্রকাশ ঘটানোর জন্য ছোট্ট তবে অসামান্য একটা পদক্ষেপই যথেষ্ট।
ঋতুপর্ণা বসাক
Khub shundor laglo maam 😄❣️
ReplyDeleteThank you.😊
DeleteKhub shundor laglo maam 😄❣️
ReplyDelete🙏😊
Deleteলেখাটা মন ছুঁয়ে গেলো 🙏❤️
ReplyDeleteThank you. 🙏
Delete